
smart
নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ফিরোজ মাতুব্বর (২৪) নামে প্রবাস ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ।
বুধবার (২ নভেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রামে নিজ বাড়ির পাশে একটি কাঠাল গাছের ডাল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত ফিরোজ বড়দিয়া গ্রামের কৃষক ইউসুফ মাতুব্বরের ছেলে। চার ভাই-বোনের মধ্যে ফিরোজ ছিল সবার বড়।
ফিরোজের মা ফিরোজা বেগম জানান, মানসিক সমস্যা ছিল ফিরোজের। দেড় বছর আগে তাকে বিদেশে (ওমান) পাঠিয়েছিলাম। মানসিক সমস্যার কারণে বিদেশ থেকে কিছুদিন আগে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে শুধু হাড়ি-পাতিল,মাল- সামানা ভাঙচুর করত। শনিবার রাত ১২ টার দিতে বাজার থেকে ঘরে এসে ঘুমায়। রাত ১ টার দিকেও তাকে বিছানায় শুয়ে থাকতে দেখেছি। খুব সকালে ওঠে দেখি ছেলের লাশ কাঠাল কাছে ঝুলছে। কি কারণে সে আত্মহত্যা করলো, কিছুই বুঝলাম না।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, সংবাদ পেয়ে ফিরোজের লাশ তার বাড়ির পাশে বাগানের কাঠাল গাছ থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তারপরেও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।