
নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ডে পিয়ারলেস (প্রাঃ) হাসপাতাল এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ পাওয়ায় হাসপাতাল মালিক ও ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান (আসাদ)কে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১টায় জেলা প্রশাসনের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সোহেল শেখ ।
তিনি জানান, পিয়ারলেস (প্রাঃ) হাসপাতাল এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ পাওয়া যায়। হাসপাতালের পিছনে স্টল রুম এবং দ্বিতীয় তালায় একটি থাকার রুম থেকে তল্লাশি চালিয়ে সরকারি ইনজেকশনসহ ৪ প্রকার ঔষধ উদ্ধার করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অভিযান করে হাসপাতাল কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঔষধগুলোকে জব্দ করে মামলার আলামত হিসাবে রাখা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতাল থেকে সরকারি ঔষধ গোপনে সংগ্রহ করে হাসপাতাল মালিক ও ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান (আসাদ) হাসপাতালে এনে রোগীদের কাছে চড়া দামে বিক্রি করতেন। এই গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান, ওষুধ প্রশাসনের অফিস সহকারী শরিফ সাহেদ আররফসহ আইন শৃঙ্খলা বাহিনী।