
নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের কোমরপুরের আব্দুল আজিজ ইন্সটিটিউটের মাঠ এখন বিএনপির নেতা-কর্মী দিয়ে কানায় কানায় ভর্তি।নেতাকর্মীদের বক্তৃতা ইতিমধ্যে শুরু হয়েগেছে।
আজ শনিবার(১২ নভেম্বর) দুপুরে ফরিদপুরের কোমরপুরের আব্দুল আজিজ ইন্সটিটিউটের মাঠে এই গনসমাবেশ অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে ফরিদপুরে এসে পৌঁছেন আজকের মহাসমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে থাকবেন- স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।
জানা যায়,গত ৫ দিন যাবৎ প্রস্তুতি নেয় জেলা বিএনপি এই সমাবেশের।শুরুতে ফরিদপুরের সদরের রাজেন্দ্র কলেজের মাঠে সমাবেশ করার অনুমতি চাইলেও অনুমতি পায় শহরের বাইরের কোমরপুর কোমরপুরের আব্দুল আজিজ ইন্সটিটিউটের মাঠ। আর তারপর থেকেই নানা বাধা-বিঘ্ন উপেক্ষা করে নেতাকর্মীরা আসতে শুরু করে। তারা সেখানে রাত্রিযাপনও করে। গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় করে।ফরিদপুর সহ ৫ জেলার নেতাকর্মীদের নিয়ে এই সমাবেশ।একাধিক রাজনীতিবিদরা ধারনা করছেন,প্রায় লক্ষাধিক লোক হবে এই সমাবেশে।
অন্যদিকে এই সমাবেশের আগেই জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ পরিবহন ধর্মঘট ডাকে। শুক্রবার সকাল ৬ টা থেকে শনিবার রাত ৮ টা পর্যন্ত এই ধর্মঘট থাকবে।
এদিকে বিএনপির একাধিক নেতাদের দাবী ধর্মঘট ডাকা হয়েছে তাদের সমাবেশকে কেন্দ্র করে।এতে করে অন্য জেলা থেকে নেতাকর্মীদের সমাবেশ স্থলে পৌছাতে বেগ পোহাতে হচ্ছে।
বিএনপি নেতাকর্মীরা বলছেন, তাদের এ গণসমাবেশে ভিড় শহরের রাজবাড়ি রাস্তার মোড় ছাড়িয়ে দুই কিলোমিটার দূরে পর্যন্ত পৌঁছে যাবে। ইতোমধ্যেই গণসমাবেশের মূল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। গণসমাবেশের মাইক লাগানো হচ্ছে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে।
তবে সব বাধা বাধা-বিঘ্ন অতিক্রম করে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে সমাবেশ স্থলে।
বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু জানান,পথে পথে,রাস্তায় রাস্তায় পুলিশ চেক দিয়ে রিক্সা-ভ্যান থেকে কর্মীদের নামিয়ে জিগ্যেসা করা হচ্ছে।তাদেরকে ফেরৎ পাঠাচ্ছে।তবে সরকারীয় দল এগুলো করে আমাদের থামাতে পারবে না। আমরা শান্তিপূর্নভাবে সমাবেশ সফল করার দ্বারপ্রান্তে।