‘অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার কথা বলছে; তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হয়’, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (১৬ সেপ্টেম্বর) সোমবার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে “দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট : উচ্চকক্ষের গঠন” শীর্ষক জেএসডি এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কিছু সংগঠন ও ব্যক্তি বলা শুরু করেছে, এই সরকারের মেয়াদ দীর্ঘ হওয়া উচিত, এটা জনগণ কখনও মেনে নেবে না।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে সংবিধান সংশোধন নাকি পুনঃলিখিত হবে। নির্বাচন কমিশন, প্রশাসন, বিচারবিভাগের সংস্কারের পরই নির্বাচন দিতে হবে।
বিএনপি’র মহাসচিব বলেন, অবিলম্বে গায়েবি ও মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক। এই সংগ্রামে যারা আহত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।
এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে আহতদের পুনর্বাসন এবং হত্যাকান্ডের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।