সিনেকুয়েস্টের পরে এবার দক্ষিণ এশিয়ান সিনেমার একমাত্র অস্কার কোয়ালিফাইং উৎসব ‘তাসভির ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড মার্কেট’-এর ১৯তম আসরে মনোনীত হয়েছে বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট আ ফিকশন’। ছবিটি ওয়ান টেক শটে নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা জানিয়েছেন, এ নিয়ে টানা দ্বিতীয় বারের মতো হলিউডের অস্কার-কোয়ালিফায়িং উৎসবে সিলেকশন পেলো শর্টফিল্মটি। আইনবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণে খরচ হয়েছে মাত্র ১০ হাজার টাকা।
দক্ষিণ এশিয়ান ডায়াস্পোরার ১১০টি চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই উৎসবটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির সিয়াটল শহরে আগামী ১৫ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সিজু জানান, আগামী ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্র সময় দুপর ২টায় ‘নট আ ফিকশন’ এর সিয়াটল প্রিমিয়ার অনুষ্ঠিত হবে উৎসবের মূল ভেন্যু এসআইএফএফ সিনেমা আপটাউনে। যেখানে ছবিটি লড়াই করবে সেরা অডিয়েন্স চয়েস এবং জুরি এওয়ার্ডের জন্য; যা একটি অস্কার কোয়ালিফায়িং এওয়ার্ড।
উৎসবের ফিল্ম মার্কেট সেশনের কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন অস্কার মনোনীত ভারতীয়-কানাডিয়ান নির্মাতা দীপা মেহতা। এছাড়া অমিতাভ বচ্চন, বাবিল খান, পায়াল কাপাডিয়াসহ নেটফ্লিক্স, এইচবিও, সিএএ এবং আমাজন এমজিএম স্টুডিওসের মতো হলিউডের বড় বড় স্টুডিও গুলো উপস্থিত থাকবে দক্ষিণ এশিয়ান সিনেমা কেন্দ্রিক নর্থ আমেরিকার প্রথম এই গ্লোবাল ফিল্ম মার্কেট এবং ফেস্টিভালে। সিজু তার প্রথম ফিচার ফিল্মের আন্তর্জাতিক ফান্ড সংগ্রহের জন্য অংশ নেবেন তাসভির ফিল্ম ফান্ড পিচেস (নেটফ্লিক্স সাপোর্টেড), কো-প্রোডাকশন মার্কেট, ইন্ডাস্ট্রি প্যানেল এবং নেটওয়ার্কিং সেশনে।
শর্টফিল্ম নিয়ে সিজু জানান, “তাসভিরের মতো এত বড় উৎসবে যাওয়াটা নিঃসন্দেহে আনন্দের খবর, সব ঠিক থাকলে আগামী ১৩ অক্টোবর সিয়াটলের উদ্দেশে রওনা করবো আমরা।”
তিনি আরও বলেন, এতদিন ‘নট আ ফিকশন’ এর সফলতার গল্পই শুনে এসেছে সবাই, বারবার জানতে চেয়েছে ছবিটার গল্প নিয়ে। দেশে কেন দেখাচ্ছিনা সেটা নিয়েও প্রচুর প্রশ্নের সম্মুখীন হয়েছি গত একবছরে, তবে গুম হয়ে যাওয়ার ভয়ে উত্তর দিতে পারিনি। শুধুমাত্র আমার কাছের মানুষেরাই জানে, ফ্যাসিস্ট হাসিনার আমলে আইনবহির্ভূত হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কীভাবে বানিয়েছি এই ছবিটা। গত মার্চে সিলিকন ভ্যালির অস্কার কোয়ালিফায়িং উৎসবে নির্বাচিত হবার পরেও ছবিটা নিয়ে যে সংবাদ মাধ্যমে কথা বলবো সে সাহসটাও পাচ্ছিলাম না আমরা কেউ। ভয় পাচ্ছিলাম, কখন যেন আবার আয়নাঘরে বন্দি হতে হয়! যাক, স্বাধীন দেশে এবার দেখাবো ছবিটা, মাস খানিকের মধ্যেই ঢাকার মার্কিন দূতাবাসের আমেরিকান সেন্টার অথবা ইএমকে সেন্টারে প্রথম প্রিমিয়ারটা অনুষ্ঠিত হবে। এরপর মুক্তি দিবো ছবিটা, প্রকাশ্যে।”
এর আগে গত মার্চে ‘নট আ ফিকশন’ এর আমেরিকান প্রিমিয়ার হয় সিলিকন ভ্যালির অস্কার কোয়ালিফায়িং উৎসব ‘সিনেকুয়েস্ট ফিল্ম এন্ড ক্রিয়েটিভিটি ফেস্টিভ্যাল’ এ, যেখান থেকে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম মুবির সাথে চুক্তিবদ্ধ হয় এটি। এছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে গত বছরের অক্টোবরে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় কানাডার হ্যামিল্টন ফিল্ম ফেস্টিভ্যালে যা ছিলো কানাডিয়ান স্ক্রিন এওয়ার্ডস কোয়ালিফায়িং ফেস্টিভ্যাল।
সিজুর সঙ্গে ‘নট আ ফিকশন’ এর সহপ্রযোজক হিসেবে কাজ করেছেন চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক সাদিয়া খালিদ রীতি। এ ছাড়া এ সিনেমায় অভিনেতা হিসেবে কাজ করেছেন উদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ ও মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্মরণ ও সৈয়দ তামুর হাসান।