৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে সাজানো হচ্ছে সবকিছু। এবার ১৩ সদস্যকে নিয়ে পুনর্গঠিত হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ সালের জুরি বোর্ড’।
গেল ২ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে গঠন করা হয়েছিল। বোর্ড ১৫ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা পুনর্গঠন করার কথা জানায়।
রবিবার (১৫ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে সদস্য হিসেবে দেখা গেছে চলচ্চিত্র ও গানসহ বেশ ক’জন পরিচিত মুখকে।
এতে সভাপতি হিসেবে আছেন অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সদস্য সচিব হিসেবে আছেন সেন্সর বোর্ডের ভাইসচেয়ারম্যান। এছাড়াও বাকি ১১ সদস্যরা হলেন বাংলাদেশ চলচ্চিত্রও উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখা প্রধান, এস এম ইমরান হোসেন (সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান, টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সাংবাদিক ওয়াহিদ সুজন, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, গীতিকার প্রিন্স মাহমুদ, অভিনেত্রী অপি করিম ও কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।
এরআগে ২ জুন জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত বোর্ডে থাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মতিন রহমান, চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ, সংগীত পরিচালক মিল্টন খন্দকার, চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু, অভিনেতা খায়রুল আলম সবুজ, অভিনেত্রী অঞ্জনা সুলতানা, কণ্ঠশিল্পী শুভ্র দেব এবং সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল পুনর্গঠিত জুরি বোর্ড থেকে বাদ পড়েছেন।
প্রতিবারের মতো এ বছরেও মোট ২৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবে। এরইমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এর জন্য চলচ্চিত্র আবেদনপত্রের সময় সম্পন্ন হয়েছে।