শ্রীলঙ্কার মেয়েদের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে সহজ জয়ের পর তৃতীয়টিতেও অনায়াস জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টিম টাইগ্রেস। প্রথম টি-টুয়েন্টিতে ৭ উইকেটে, দ্বিতীয়টিতে ১০৪ রানের বিশাল ব্যবধানে জয়ের পর তৃতীয় ম্যাচে ১০ রানে জিতেছে রাবেয়া খানের দল।
সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে রোববার টসে জিতে ব্যাটে নেমে ৯ উইকেটে ৯৭ রানের স্বল্প পুঁজি তুলেছিল বাংলাদেশ। জবাবে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি লঙ্কান ‘এ’ দলের মেয়েরা।
ব্যাটে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দিলারা আক্তার ও সাথী রানির ওপেনিং জুটিতে আসে ২৮ রান। ১০ বলে ১৩ রান করে দিলারা আউট হন। সেখান থেকে একের পর এক উইকেট হারাতে থাকে লাল-সবুজের দল। সাথীর সর্বোচ্চ ২৬ রানের সঙ্গে ঋতু মনি ২৫ ও নিগার সুলতানার ব্যাটে আসে ১২ রান। বাকিদের কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
৯৮ রানের লক্ষ্যে নেমে ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে পথই হারিয়ে ফেলে লঙ্কানরা। নিলাকাশানা সানদামানির ২২ ও কুশিনির ২১ রানে ভর করে জয়ের সংগ্রহে যেতে পারেননি সাথিয়া সান্দিপানিরা। ১০ রানে জিতে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে মারুফা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান নেন ২টি করে উইকেট। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টুয়েন্টি কল্টসে গড়াবে।