ভারতে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা সীমান্তে বিজিবির হাতে আটক হয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ।
আজ (১৬ সেপ্টেম্বর) সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লার বিবির বাজার সীমান্তে সন্দেহজনক চলাফেরার সময় তাকে আটক করা হয়।
বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা (৬৫) নামক একজনকে সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে।
তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করেছিলেন। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।