সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর মানবতাবিরোধী অপরাধ ও গনহত্যার আরও পাঁচটি অভিযোগ দাখিল করা হয়েছে।
রোববার সারাদিনে এই অভিযোগগুলো দাখিল করা হয়েছে বলে সাংবাদিকদের জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম। যেখানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে জানান এই আইনজীবী।
একদিনে যে পাঁচ অভিযোগ:
১। গত ২০ জুলাই সকাল ১১ টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপর কলেজ ছাত্র নুরে আলম সিদ্দিকী রাকিব ও জুবায়েরকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৬৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহত দুই শিক্ষার্থীর পিতা।
২। গত ১৯ জুলাই সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে একাদশ শ্রেণীর ছাত্র মো: মারুফ হোসেনকে পুলিশ গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন শিক্ষার্থীর পিতা।
৩। গত ১৯ জুলাই উত্তরা-আব্দুল্লাপুর এলাকায় এইচ এস সি পরীক্ষার্থী ফয়সাল সরকারকে (গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়) গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগটি করেছেন নিহত শিক্ষার্থীর পিতা।
৪। গত ১৯ জুলাই বিকাল তিনটায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৭৬ জনের বিরুদ্ধে অভিযোগটি করেছেন নিহত শিক্ষার্থীর পিতা।
৫। গত ৫ আগস্ট বিকাল ৫ টায় উত্তরা (আজমপুর ফুটওভার ব্রিজের পূর্ব পাশে) সপ্তম শ্রেণীর ছাত্র সামিউ আমান নুর’কে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগটি করেন নিহত শিক্ষার্থীর পিতা।