পূর্বাচলে কাঞ্চন ব্রিজ সংলগ্ন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের দুটি গ্রুপে সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছে।
এই ঘটনায় গুরুতর আহত ল ডিপার্টমেন্টের ২ শিক্ষার্থীকে রাজধানীর ল্যাবএআইড হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সারাদিন ইউনিভার্সিটির ফার্মেসি এবং ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৪ তারিখে ক্লাস শেষে ল’ ডিপার্টমেন্ট, সিএসসি ডিপার্টমেন্ট ও ফার্মেসি ডিপার্টমেন্টের জিগাতলা এলাকার শিক্ষার্থীরা ভার্সিটির বাসে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বাসে সিট পাওয়া নিয়ে সিএসসি ডিপার্টমেন্ট ও ল’ ডিপার্টমেন্টের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় পাশে থাকা ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ল’ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে কিল-ঘুষি মারতে শুরু করেন। পরে দুই ডিপার্টমেন্টের মধ্যে তুমুল হাতাহাতি হয়।
পরে ফের ৮ সেপ্টেম্বর ল’ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সরাসরি ক্লাস বন্ধ করে অনলাইনে ক্লাস শুরু করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
তবে গতকাল আবার সরাসরি ক্লাস শুরু হলে দুই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।