- Advertisement -spot_img

‘ওম্যান অব দ্য ইয়ার’ সামান্থা!

- Advertisement -spot_img
- Advertisement -spot_imgspot_img

ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য সম্মানিত হলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি  অ্যাওয়ার্ড (আইফা) অনুষ্ঠানে পুরস্কৃত হতে চলেছেন সামান্থা। তাকে সম্মানিত করা হবে ‘ওম্যান অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডে।

আগামী ২৭-২৯ সেপ্টেম্বর আবুধাবির ইয়াস দ্বীপে অনুষ্ঠিত হবে বলিউডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। যার প্রথম দিন আইফা উৎসব অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। যেখানে মূলত হাইলাইট করা হবে দক্ষিণী সিনেমা জগতের সিনেমা, অভিনেত্রী-অভিনেত্রীদের৷ আর সিনেমা জগতে অবদানের জন্য সামান্থা রুথ প্রভুর অনুপ্রাণিত করা জার্নির কারণে ইন্ডিয়ান সিনেমা অ্যাওয়ার্ড বিভাগে ‘ওম্যান অফ দ্য ইয়ার’ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে তাকে৷

‘ইয়ে মায়া চেসাভে’, ‘এগা’, ‘নীথানে এন পোনভাসন্থাম’, ‘মহানতি’ এবং ‘সুপার ডিলাক্স’এর মতো তামিল এবং তেলেগু চলচ্চিত্রে সামান্থার দুর্দান্ত অভিনয় তাকে এনেছে লাইমলাইটে ৷ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সামান্থা একজন পাওয়ার হাউস হয়ে উঠেছেন ৷ তাইতো এই খবর সামনে আসার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী৷

এই ঘোষণা তার চোখে জল এনে দিয়েছে বলেও জানান সামান্থা ৷ তিনি বলেন, “আইফা উৎসাবম আমার কাছে সবসময় স্পেশাল ৷ আমি এই গ্লোবাল ট্যুরের অংশীদার হতে পেরে আনন্দিত ৷ শুধু তাই নয়, একজন শিল্পী ও একজন নারী হিসাবে এই পুরস্কার বারাবার সীমানা অতিক্রম করার উৎসাহ জোগাবে এবং আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে৷”- ফিল্মিবিট

- Advertisement -spot_img
সর্বশেষ
- Advertisement -spot_img
সম্পর্কিত খবর
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here