২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত প্রশাসনের পদোন্নতি বঞ্চিতদের সুবিধা দিতে কমিটি গঠন করা হয়েছে। বঞ্চিত প্রত্যেকের আবেদন যাচাই করে তাদের প্রয়োজন অনুযায়ী সুবিধা দেওয়া হবে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে এক বিফ্রিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, পদোন্নতি বঞ্চিতদের সামাজিক ও আর্থিক সুবিধা দিতে এই কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, প্রশাসনের কর্মকর্তারা গেল ১৫ বছর বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। সেই আবেদন যাচাই বাছাই এবং তাদের সুবিধা দিতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, তিন মাসের মধ্যে সব আবেদন যাচাই শেষে প্রতিবেদন দেওয়া হবে। কমিটি শুধু প্রশাসন ক্যাডার এবং যারা এখন চাকরিতে নেই, তাদের জন্য কাজ করবে। যারা চাকরিতে আছেন তাদের জন্য নয়।
আড়াই হাজার কর্মকর্তা বঞ্চিত হয়েছেন বলে আবেদন করেছেন। প্রত্যেকের যথাযথ পাওনা বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন সচিব।
জনপ্রশাসন মন্ত্রণায় থেকে জানানো হয়েছে, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠন করা কমিটিতে বাকি যে চারজন সদস্য থাকবেন, তারা হলেন- মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যার নিচে নয়), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যার নিচে নয়), অর্থ বিভাগের একজন প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যার নিচে নয়) এবং আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যার নিচে নয়)।