বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ব্যানার-প্লাকার্ড নিয়ে জমায়েত হয়।
এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে মর্ডাণ মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে করে ঢাকার সাথে রংপুর বিভাগের ৭টি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তৃতা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিয়ন, তারিকুল ইসলাম।
সোয়া দুই ঘন্টা বিক্ষোভে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণার পর সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।