মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের বড় শ্রমবাজার মালয়েশিয়া। বর্তমানে দেশটিতে ১০ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত। তবে ভিসার ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে মনে করেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। ভিসা জটিলতার অবসানসহ শ্রমবাজার আরও বড় হোক সেটা চান তারা।
এরই মধ্যে প্রায় এক দশক পর সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হবে কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম উচ্চপর্যায়ের সফর।
এ ছাড়া আনোয়ার ইব্রাহিমই প্রথম সরকার প্রধান, যিনি দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানান। ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তার এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান সফর শেষে আনোয়ার ইব্রাহিমের দুপুর ২টায় ঢাকায় পৌঁছানোর কথা। রাত ৮টার দিকে ঢাকা ছাড়বেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ৫৮ সদস্যের প্রতিনিধিদলে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্মবিষয়ক উপমন্ত্রী, পার্লামেন্টের দুজন সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন।